নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক সোনারগাঁ থানার মেঘনা নদীর তীরে অবস্থিত প্রতাপনগর গ্রামে মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয়টির একাডেমিক ভবন অবস্থিত। নিজস্ব ভূমি ৪০০ শতাংশ, স্কুল ভবন ১৪০ শতাংশ, খেলার মাঠ ১৬০ শতাংশ, পুকুর ১০০ শতাংশ।
সংক্ষিপ্ত ইতিহাসঃঅত্র এলাকায় শিক্ষা সম্প্রসারণের মহান ব্রত নিয়ে এলাকার কতিপয় বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টা ও মহান উদ্যোগে ১৯৯৩ ইং সালে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী নিয়ে মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় নামে শিক্ষা প্রতিষ্ঠানটির মহান যাত্রা শুরু হয়। পরে ২০০২ সালে বিদ্যালয়টি এম.পি.ও ভুক্ত হয়। শিক্ষা প্রতিষ্ঠানটি লেখাপড়ার গুণগত ও শিক্ষাগত মান, খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম প্রভৃতি দ্বারা ইতোমধ্যেই স্থানীয় ও জাতীয় পর্যায়ে সুনাম ও সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে।
ক্রমিক নং | পরীক্ষার নাম | ২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
০১ | জে.এস.সি | - | - | - | ৯৪.৯১ | ১০০ |
০২ | এস.এস.সি | ৯৪ | ৮৩.৩৩ | ৮৮ | ৯৮.০৩ | ৯৭.৬৩ |
ভবিষ্যৎ পরিকল্পনাঃ-বিদ্যমান অবকাঠামোগত উন্নয়নের কাজ আরও সম্প্রসারণের সাথে সাথে প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার অনুমোদনের জন্য প্রচেষ্টা অব্যাহত আছে। প্রতিটি পাবলিক পরীক্ষার ফলাফলে গুণগত মান আরও বৃদ্ধির পাশাপাশি পাশের হার ১০০% পাওয়ার অদম্য ইচ্ছা আমরা রাখি।
রাজধানী ঢাকা গুলিস্থান থেকে বাস যোগে সরাসরি সোনারগাঁ, মেঘনা নিউটাউন, মেঘনা শিল্পনগরী এলাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস