পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যাদের সাথে নিয়ে মশক নিধনে মাঠে নেমেছেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মাসুদুর রহমান মাসুম। তিনি শুক্রবার (২ আগষ্ট) মশক নিধনের জন্য ফগিং মেশিন নিয়ে মশক নিধনের কার্যক্রম উদ্বোধন করেন।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মাসুদুর রহমান মাসুম বলেন, পিরোজপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি গ্রামে ধারাবাহিকভাবে মশক নিধন করা হবে। ইতিমধ্যে কয়েকটি ওয়ার্ডের মশক নিধনের কাজ শুরু হয়েছে। পিরোজপুর ইউনিয়নে এখনও পর্যন্ত কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হননি। যাতে কেউ এ রোগে আক্রান্ত না হন সেজন্য সবার বাড়িঘর পরিচ্ছন্ন রাখা ও সর্তক থাকার আহবান জানান তিনি।
“নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি”।
“ পরিবেশ রাখি পরিষ্কার, বন্ধ রাখি মশার বিস্তার”।
“ ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিষ্কার-পরিচ্ছন্নতা বিকল্প নাই”।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস