সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের ভাতা সমূহ ডিজিটাল উপায়ে ভাতা প্রদান কার্যক্রমে বক্তব্য রাখেন পিরোজপুর ইউপির সুযোগ্য চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাকিবা সুলতানা, উপস্থীত ছিলেন ইউপির সদস্য এবং সংরক্ষিত সদস্য বৃন্দরা। আজকের সচেতনতামূলক কর্মসূচীতে ভাতাভোগীদের মাঝে মূল আলোচনা বিষয় ছিলো ভাতা হাতে নয়, ভাতা পাবে তার নিজ একাউন্টে। প্রত্যেকের একটি করে ব্যাংক একেউন্ট ওপেন হবে আর তিন মাস পর পর ভাতা চলে যাবে তার একাউন্টে। এছাড়া যারা ভাতা প্রাপ্য কিন্তু এখনো কোন ভাতার আওতায় অর্ন্তভূক্ত হয়নি ইউপি সদস্যাদের মাঝে সঠিকভাবে যাচাই বাচাই করে যেন তাদের অর্ন্তভূক্ত আওতায় আনা জায় এই বিষয় বক্ত্য রাখেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS